পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। এদিন শুরুটা ভালো হয়নি দ্বীপরাষ্ট্রের। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। খাতা খোলার আগেই নাসিম শার বলে আউট হন কুশল মেন্ডিস। এক সময় ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
মূলত ধনঞ্জয় ডি সিলভা (২৮), ভানুকা রাজাপাক্ষে ও হাসারাঙ্গার দাপটে ২০ ওভারে ১৭০ রান তোলে তারা। রাজাপাক্ষে ৪৫ বলে ৭১ ও হাসারাঙ্গা ২১ বলে ৩৬ রান করেন। পাক বোলারদের মধ্যে হ্যারিস রউফ ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানেরও শুরুটা ভালো হয়নি। এদিনও রান পাননি অধিনায়ক বাবর আজম (৫)। খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন ফকর জামান। তবে গোটা টুর্নামেন্টের মতো এদিনও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মহম্মদ রিজওয়ান (৫৫)। ইফতিকার আহমেদ করেন ৩২। তাঁরা ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
শেষ পর্যন্ত ২৩ রানে ম্যাচ হারেন বাবর আজমরা। অন্যদিকে, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে খুশিতে মেতে ওঠেন দাসুন শানাকারা।