বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন করে পাওয়া প্রতিবেদনে কোভিড-১৯ এ আক্রান্তের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশ্বকে এই মহামারি শেষ করার সুযোগটি কাজে লাগাতে বুধবার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেবরিয়াসাস আধানম জানিয়েছেন, ২০১৯ সালের শেষের দিকে শনাক্ত হওয়ার পর থেকে সারাবিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় মারা গেছে। ২০২০ সালের পর গত মার্চ থেকে এর সংক্রমণ সর্বনিম্ন স্তরে নেমে গেছে।
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘মহামারি শেষ করার জন্য আমরা কখনই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, কিন্তু শেষ দেখা যাচ্ছে।’ তবে বিশ্বকে সেই সুযোগটি কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন তিনি।
আধানম বলেছেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা আরও ভ্যারিয়েন্ট, আরও মৃত্যু, আরও ব্যাঘাত এবং আরও অনিশ্চয়তার ঝুঁকি গ্রহণ করব।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯-এর সর্বশেষ মহামারি প্রতিবেদন অনুযায়ী, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে সংক্রমণের হার ২৮ শতাংশ কমে ৩১ লাখে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে সংক্রমণের হার ১২ শতাংশ কমেছিল।