অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ‘মীরাক্কেল’খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন দুই বাংলার ভক্ত-অনুরাগীরা।
ছেলের এমন শারীরিক অবস্থায় ভেঙে পড়েছেন রনির মা বিনা বেগম। শনিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বিনা বেগম বলেন—‘আমার ছেলে অসুস্থ। দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে দেন; আমার সন্তানকে যেন আমার বুকে ফিরিয়ে দেন।’
এরপর কান্নায় ভেঙে পড়েন রনির মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও।’
গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচজন দগ্ধ হন। রনির শ্বাসনালী পুড়ে যায়। আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার অবস্থা একেবারে আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন স্বাক্ষরিত এক স্মারক থেকে এই তথ্য জানা গেছে।