ইউক্রেনের ওপর হামলা জোরদার করতে রিজার্ভ সেনা তলব করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন তিনি।
পুতিনের এই নির্দেশনার ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা ভবিষ্যতে সেনাবাহিনীর প্রয়োজনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন সেই সব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে।
পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য জিম্মি করছে।
তবে রাশিয়ার কাছে ‘প্রত্যুত্তর দেওয়ার মতো প্রচুর অস্ত্র রয়েছে’ এবং তিনি ধোঁকা দিচ্ছেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, যুদ্ধে অভিজ্ঞতা রয়েছে এমন সেনাসহ তিন লাখ মানুষকে এখন যুদ্ধের জন্য ডাকা হবে।