ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর ওডেসাতে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। রোববার ইউক্রেন কর্তৃপক্ষ এ অভিযোগ করছে।
ইউক্রেনের সেনাবাহিনীর সাউথ অপারেশনাল কমান্ড বলেছে, “ওডেসায় আবার শত্রুরা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। শত্রুরা শহরের কেন্দ্রস্থলে প্রশাসনিক ভবনে তিনবার হামলা চালিয়েছে। একটি ড্রোন (ইউক্রেনীয়) বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। কোনো হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি।’
ইউক্রেনের সাউথ কমান্ডের মুখপাত্র নাটালিয়া গুমেনিউক বার্তা সংস্থাকে এএফপি বলেছেন, ‘এগুলো ইরানি ড্রোন ছিল।’
প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান। এই ইস্যুতে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ঘোষণা দিয়েছে কিয়েভ। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।