উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো পোস্ট করা এক বিবৃতিতে স্থানীয় সরকার জানিয়েছে, চাংচুন শহরের একটি খাবারের দোকানে দুপুর ১২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে। দমকলকর্মীরা ‘ঘটনাস্থলে ছুটে গেছে’এবং বিকেল ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শেষ করেছে।
এতে বলা হয়েছে, ‘আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
চীনে প্রায়ই মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে। দেশটিতে ভবন নির্মাণ বা নিরাপত্তা বিধিগুলোর প্রয়োগ শিথিল। এছাড়া ব্যাপক অননুমোদিত নির্মাণের কারণে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে মানুষের বের হওয়া কঠিন হয়ে পড়ে।