পিঠে ব্যথা থাকায় শঙ্কা ছিল জাসপ্রিত বুমরাহর সাউথ আফ্রিকা সিরিজে খেলাই। ফিট না থাকায় প্রথম ম্যাচে ছিলেনও না, এবার ছিটকে গেলেন আসন্ন বিশ্বকাপ থেকেও। ভারতের ক্রিকেট বোর্ডের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছেন এমন খবর।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বুমরাহ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না। তার পিঠের অবস্থা জটিল। পিঠের চোটটা গুরুতর। সুস্থ হতে অন্তত ৬ মাস সময় লাগবে।’ অবশ্য অফিসিয়ালি খবরটি নিশ্চিত করেনি রোহিতদের বোর্ড।
চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না বুমরাহ। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলেছিলেন ডানহাতি পেসার। সাউথ আফ্রিকা সিরিজে টিম ম্যানেজমেন্ট তাকে দলের সঙ্গেই রাখেননি।
বিশ্বকাপ স্কোয়াডে রবীন্দ্র জাদেজার পর বোলিং লাইনের অন্যতম অস্ত্রকেও পাচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা।