চলতি বছর পদার্থবিজ্ঞানে তিন জন যুগ্মভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার সুইডিল রয়েল একাডেমি অব সায়েন্স এবারের বিজয়ী হিসেবে অ্যলাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লাজার এবং অ্যান্টন জেলিঙ্গারের নাম ঘোষণা করেছে।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তাদেরকে এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে দেওয়া হবে।
অ্যালাইন অ্যাসপেক্ট ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলে এবং ইকোলে পলিটেকনিক, প্যালেসিউ এর অধ্যাপক, জন এফ ক্লাজার তার নিজের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জে এফ ক্লাজার অ্যান্ড অ্যাসোসিয়েটসে গবেষক হিসেবে এবং অ্যান্টন জেলিঙ্গার অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
বিবৃতিতে রয়েল সুইডিশ একাডেমি বলেছে, ‘অ্যলাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লাজার এবং অ্যান্টন জেলিঙ্গারে প্রত্যেকেই বিজড়িত কোয়ান্টামের গতি ব্যবহার করে যুগান্তকারী পরীক্ষা চালিয়েছেন, যেখানে দুটি কণা বিচ্ছিন্ন হয়ে গেলেও একটি এককের মতো আচরণ করে। তাদের ফলাফল কোয়ান্টাম তথ্যের উপর ভিত্তি করে নতুন প্রযুক্তির পথ উন্মোচন করেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘কোয়ান্টাম মেকানিক্সের অবনর্ণীয় প্রভাবগুলোর প্রয়োগ শুরু হয়েছে। বর্তমানে কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক এবং নিরাপদ কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার একটি বড় জায়গা রয়েছে। এই বিকাশের একটি মূল বিষয় হল কিভাবে কোয়ান্টাম মেকানিক্স দুই বা ততোধিক কণাকে বিজড়িত করে সেখানে থাকতে দেয়। আটকানো জোড়ার একটি কণার কী হবে তা নির্ধারণ করে অন্য কণার কী হবে তার ওপর, এমনকি তারা দূরে থাকলেও।’