বেনফিকার বিপক্ষে ম্যাচের পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে স্পষ্ট করে তখনই কিছু জানায়নি পিএসজি। একদিন পরেই জানা গেল আসল খবর। পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
সংবাদ সম্মেলনে মেসির চোটের বিষয়টি জানিয়ে গালতিয়ের বলেন, ‘সে চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে। তবে সে রোববার অনুশীলনে ফিরবে।’
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। এরসঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। এমন খেলোয়াড়কে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা ফরাসি চ্যাম্পিয়নদের জন্য।