আয়ারল্যান্ডের উত্তর-পশ্চিমে কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
গারদা সিওচানার পুলিশ জানিয়েছে, আহত আরও আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিসলো গ্রামের ওই পেট্রোল পাম্পে বিস্ফোরণে আরও হতাহতদের খোঁজ চলছে।
পুলিশ বলেছে, তার ‘এই মুহূর্তে ঘটনার ফলে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছে।’ এর আগে শুক্রবার তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।
বিস্ফোরণটি একটি পেট্রোল স্টেশনের সামনের অংশ এবং কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনের অংশ ধ্বসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা কিরন গ্যালাঘের বলেছেন বিস্ফোরণটিতে ‘বোমার’ মতো শব্দ হয়েছিল।
তিনি বিবিসিকে বলেন, ‘ওই সময় আমি বাড়িতে ছিলাম এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। সাথে সাথেই আমি বুঝতে পারলাম এটা একটা কিছু ছিল- এটা বোমার মতো বিস্ফোরণ ঘটছে।’