বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই পরিবারের এক সদস্য ক্রমাগত মিথ্যা কথা বলে যান। আর এই মিথ্যাচারের বিষয়টি ধরাও পড়ে বচ্চন পরিবারের অন্য সদস্যদের কাছে। কিন্তু তিনি কে যে ক্রমাগত মিথ্যাচার করেন? এই ব্যক্তির নাম ফাঁস করেছেন জয়া বচ্চন ও তার কন্যা শ্বেতা বচ্চন।
মূলত, অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন অমিতাভের নাতনি নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও কন্যা শ্বেতা বচ্চন। আর এই শোয়ে বচ্চন পরিবারের সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা ব্যক্তির নাম প্রকাশ করেন তারা। আর তিনি অন্য কেউ নন, স্বয়ং নব্য নাভেলি নন্দা!
চার বছর আগের এক ঘটনার বর্ণনা দিয়ে শ্বেতা বচ্চন বলেন, ‘‘দিল্লিতে একবার অগস্ত্য (শ্বেতার ছেলে) ও নব্য পার্টিতে গিয়েছিল। বাড়ি ফেরার যে সময় তাদের বেঁধে দেওয়া হয় তা তারা অতিক্রম করে ফেলে। আমি ফোন করতেই নব্য মুখের উপরে বলে দেয়, ‘এই তো মা, ঢুকছি’।’’
নব্য-অগস্ত্য যে পার্টি গিয়েছিলেন তা তাদের বাড়ি থেকে প্রায় এক ঘণ্টা দূরের পথ। বোনের এই মিথ্যা বলে দেওয়ায় চমকে গিয়েছিলেন ভাই অগস্ত্য।
নব্যর আরেকটি ঘটনা বর্ণনা করে জয়া বচ্চন বলেন, ‘নব্য বাইরে গিয়েছিল। ওর চিন্তায় ঘুম আসছিল না। নিরাপত্তারক্ষীকে বারবার জিজ্ঞাসা করতে থাকি। কিন্তু সেখান থেকেও সদুত্তর না পেয়ে নব্যকে ফোন করি। নব্য জানায়, সে তার ঘরেই আছে। পরে নব্যর ঘরের দিকে যখন যাচ্ছি দেখি, ও মাত্র বাড়িতে ঢুকছে।’
শ্বেতা ও নিখিল নন্দার মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।
অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে— বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।