দুই দলের দুর্দান্ত লড়াই শেষে লিভারপুলকে হারিয়েছে আর্সেনাল। বুকায়ো সাকার জোড়া গোলে ৩-২ গোলে লিভারপুলকে হারিয়ে ফের শীর্ষস্থান দখলে নিয়েছে গানার্সরা। ৫ ম্যাচ পর লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে মাইকেল আর্তেতার শিষ্যরা।
ঘরের মাঠ এমিরেটসে প্রথম মিনিটেই গোলের দেখা পায় আর্সেনাল। এ সময় অধিনায়ক মার্টিন ওডিগার্ডের বাড়ানো বলে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। গোল খেয়ে মরিয়া হয়ে খেলতে থাকা লিভারপুল ম্যাচের ৩২ মিনিটে ডারউইন নুনেজের গোলে সমতা ফেরায়।
প্রথমার্ধের শেষ মিনিটে মার্টিনেল্লির দুর্দান্ত ক্রস থেকে গোল আর্সেনালকে লিড এনে দেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে গানার্সরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। তার মধ্যে লিভারপুলকে ৫৩ মিনিটে সমতায় আনেন রবার্তো ফিরমিনো। নুনেজের থ্রু থেকে বাড়ানো বলে জাল খুঁজে পান এই স্ট্রাইকার। অবশ্য ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে নিজের দ্বিতীয় এবং আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন বুকায়ো সাকা।
এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান নিয়েছে আর্সেনাল। যদিও তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ম্যানসিটি। ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছেন সিটিজেনরা।