টি-টোয়েন্টি বিশ্বকাপে মহড়া হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজ। রোববার (৯ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টির আগে নিজের দলকে নিয়ে মূল্যায়ন করলেন অধিনায়ক জস বাটলার।
সম্প্রতি সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ৪-৩ এ হারিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। ওই সিরিজে বাটলারের পরিবর্তে মঈন আলী নেতৃত্ব দেন। দলকে বাইরে থেকে যেভাবে দেখেছেন, তাতে উজ্জীবিত নিয়মিত অধিনায়ক।
বাটলার বলেছেন, ‘আমি অবশ্যই আমাদের ফেভারিট হিসেবে দেখছি না। আমি আমাদের একটি বিপজ্জনক দল হিসেবে দেখছি যাদের বিপক্ষে খেলতে গিয়ে দুশ্চিন্তায় থাকবে প্রতিপক্ষ। আপনি আমাদের লাইনআপের দিকে তাকান, আমাদের কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে, কিছু ম্যাচ জয়ী খেলোয়াড়ও দলে রয়েছে। আমরা শুধু মাঠে নেমে উপভোগ করতে চাই এবং আমাদের প্রতিভা দেখাতে চাই।’
কাফ ইনজুরিতে পাকিস্তান সিরিজে দলের বাইরে থাকা বাটলার আবারও মাঠে নামতে মরিয়া। নিজের ফিটনেস নিয়ে তিনি বললেন, ‘আমি শতভাগ ফিট। দারুণ লাগছে এবং আবারও ক্রিকেট খেলবো ভাবতেই রোমাঞ্চিত। দলে উত্তেজনার স্তর উঁচুতে, কারণ সামনেই বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সফর করার জন্য দারুণ দেশ।’