চলতি মৌসুমে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে বেশিরভাগ ম্যাচেই জায়গা হয়নি মূল একাদশে। গতকাল এভারটনের ম্যাচে খেললেন অ্যান্থনি মার্শিয়াল ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার কারণে। এই ম্যাচেই গোল করে ক্লাব ফুটবলে ৭০০ গোলের অনন্য মাইলফলকে নাম লিখলেন পর্তুগিজ মহাতারকা।
নিজ দেশের ক্লাব স্পোর্টিং সিপির হয়ে প্রথম গোল করেছিলেন ২০ বছর আগে, এরপর নিজেকে নিয়ে গেছেন অনন্য স্থানে। একের পর এক গোল করে পেয়ে যান মহাতারকার খেতাব। এরই মধ্যে গড়ে ফেলেছেন ক্লাব ফুটবলের একের পর এক রেকর্ড। চ্যাম্পিয়ান্স লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
স্পোর্টিং সিপির হয়ে করেছেন ৫ গোল, এরপর স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১৪৪ গোল, রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০ গোল ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে করেন ১০১ গোল।
রোনালদোর এই রেকর্ডের পর তার সতীর্থ ব্রুনো ফের্নান্দেস বললেন, ‘রোনালদোর গোলের হিসাব রাখা কঠিন কাজ, কারণ মনে হয় প্রত্যেক সপ্তাহে সে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই খুশি কারণ এই গোলটির জন্য কঠোর কাজ করেছে সে। আজ সে গোল পেলো এবং জয়ও এবং এটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দল জিতেছে।’
রোনালদোর ৭০০তম গোলের রাতে ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য যখন আপনি ৭০০ গোলের মালিক হবেন। আমি তার ওপর প্রচণ্ড খুশি। তার এই অসাধারণ নৈপুণ্যে তাকে অভিনন্দন জানাই এবং এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম গোল করার জন্য তাকে ধন্যবাদ। প্রতিটা খেলোয়াড় চায় গোল করতে, যখন আপনি সেরা হবেন তখন আরও বেশি গোল করার ইচ্ছে শক্তি থাকে।’
রোনালদো ৯৪৩ ম্যাচ খেলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে ৮২৫ ম্যাচ খেলে ৬৯১ গোল করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তার প্রতিদ্বন্দ্বী আর্জেইন্টাইন জাদুকর লিওনেল মেসি।