২০২৩ সালেও বৈশ্বিক প্রবৃদ্ধি আরো কম হবে বলে পূর্বাভাস দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মঙ্গলবার আইএমএফ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক মন্দার কারণে প্রবৃদ্ধির হার কম হবে বলে তারা ধারণা করছেন।
সংস্থাটি জানিয়েছে, বিশ্ব অর্থনীতিকে একাধিক আঘাত মোকাবিলা করতে হচ্ছে। করোনভাইরাস প্রাদুর্ভাবের পরে ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। বিশ্বজুড়ে একই সময় ব্যয় বৃদ্ধি ও সুদের হার বাড়ানোর চিত্র প্রতিফলিত হচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থনৈতিক পরামর্শদাতা পিয়ের-অলিভিয়ার গৌরিঞ্চাস লিখেছেন, ‘চলতি বছরের ধাক্কা অর্থনৈতিক ক্ষতগুলি পুনরায় জাগিয়ে দেবে, যেগুলি মহামারী পরবর্তী সময়ে আংশিকভাবে নিরাময় হয়েছিল।’
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি বছর বা পরের বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি সংকোচনের দিকে যাচ্ছে এবং যাবে। তিনটি বৃহত্তম অর্থনীতি – মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনে অচলাবস্থা অব্যাহত থাকবে।
আইএমএফের এই কর্মকর্তা বলেছেন, ‘সবচেয়ে খারাপটা এখনও আসেনি এবং অনেকের কাছে ২০২৩ একটি মন্দার মতো মনে হবে।’
তার প্রতিবেদনে, আইএমএফ ২০২৩ সালের বৈশ্বিক জিডিপি পূর্বাভাসকে ২ দশমিক ৭ শতাংশে কমিয়ে এনেছে, যা জুলাইয়ের প্রত্যাশা থেকে শূন্য দশমিক ২ শতাংশ কম। অবশ্য চলতি বছরের জন্য সংস্থাটির প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত রয়েছে।