রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। কিন্তু এখনও মস্কো পশ্চিমাদের কাছ থেকে আলোচনার জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব পায়নি।
রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রাশিয়া এখন আট মাসে যুদ্ধ শেষ করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্র বা তুরস্কের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক।
রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আলোচনার কথা বললেন যখন সেপ্টেম্বরের শুরু থেকে ধারাবাহিকভাবে পরাজয়ের মুখোমুখি হতে হচ্ছে রাশিয়াকে। এই পরিস্থিতিতে রাশিয়ার দখলকৃত অঞ্চলের ওপর হামলা জোরদার করেছে ইউক্রেন।
ল্যাভরভ বলেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জন কিরবিসহ অন্য কর্মকর্তারা বলেছেন যে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু রাশিয়া একে মিথ্যা বলে মনে করে।
তিনি বলেন, ‘এটি মিথ্যা। আমরা যোগাযোগের জন্য কোনো গুরুত্ববহ প্রস্তাব পাইনি।’