আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে, সে দায়ভার সরকারের নয়— যুক্তরাষ্ট্র সফরে সরকারের পক্ষ থেকে এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে গিয়ে একথা বলেন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় সরকারের এই মনোভাব তুলে হয় বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, নির্বাচন ফ্রি এবং ফেয়ার হওয়া চাই। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি- নির্বাচন সুষ্ঠু হবে। তবে কোনও রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়ভার আমাদের নয়।
বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বক্তব্যকে ইঙ্গিত করে এ সময় তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রদূতগণ যেমন অন্যান্য দেশে সব বিষয়ে কথা বলতে পারেন না; তেমনি তারাও আমাদের দেশে শিষ্টাচার বজায় রেখে চলবেন বলে প্রত্যাশা করি।
এ সময় সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফখরুলের উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরও উন্নত করা।
মার্কিন সম্পর্ক ও তারেক রহমানের বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, তার (তারেক) জন্য বাংলাদেশ ও মার্কিন সম্পর্কে অনেক সমস্যা আমরা দেখেছি। সেখান থেকে বরং মির্জা ফখরুলের উচিত তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরও উন্নত করা। তিনি যদি মনে করেন, বিদেশিদের সাহায্য নিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করবেন; তাহলে সেটি ভুল ধারণা। সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে মির্জা ফখরুল সম্প্রতি বক্তব্য দিয়েছেন দেখলাম, তা যদি সত্য হয়; তবে সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।
প্রতিমন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে। দেশে আইনের শাসন নিশ্চিতে খুনি রাশেদ চৌধুরীর ইস্যুটি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
র্যাব ও বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া যুক্তরাষ্ট্র প্রায় ৮৮ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ব্যাপকভাবে সহায়তা করায় দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার কথাও বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এলডিসি উত্তরণ যাতে টেকসই ও সহজ হয়; এ সম্পর্কিত বিষয়ে ডব্লিউটিও যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন শাহরিয়ার আলম।
উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে ভোট দেওয়ার সময় সাধারণ পরিষদ হলে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।