ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহামুদ আব্বাস যুক্তরাষ্ট্রের সঙ্গ ত্যাগ করে রাশিয়ার পক্ষে তার আস্থার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাহামুদ আব্বাস। এসময় তিনি যুক্তরাষ্ট্রের ওপর ফিলিস্তিনিদের আস্থার অভাবের বিষয়ে কথা বলেন।
বৃহস্পতিবার কাজাখস্থানের রাজধানী আস্তানায় কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়াতে আব্বাস বলেছেন, ‘আমরা আমেরিকাকে বিশ্বাস করি না এবং আপনি আমাদের অবস্থান সম্পর্কে জানেন। আমরা তাদের বিশ্বাস করি না, তাদের ওপর নির্ভর করি না এবং কোনো অবস্থাতেই বিশ্বাস করি না যে, এই সঙ্কট নিরসনে আমেরিকাই একমাত্র পক্ষ।
জবাবে পুতিন বলেছেন,‘রাশিয়া জাতিসংঘের প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ন্যায্য নিষ্পত্তি চায়। জাতিসংঘের মৌলিক প্রস্তাবনার ভিত্তিতে রাশিয়ার একটি নীতিগত অবস্থান রয়েছে এবং এটি অপরিবর্তিত রয়েছে।’