‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি চিল্লার। চলতি বছরে ‘পৃথ্বিরাজ’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস রাজা পৃথ্বিবীরাজ চৌহানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেন। এতে মানশির বিপরীতে অভিনয় করেন অক্ষয় কুমার। সিনেমাটি বড় পরিসরে নির্মিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
মানশির পরবর্তী সিনেমা ‘তেহরান’। এটি পরিচালনা করছেন অরুণ গোপালন। গত সেপ্টেম্বরের শেষের দিকে সিনেমাটির তৃতীয় লটের শুটিং শুরু হয় এবং টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হয়েছে। টানা ১৫ রাত নির্ঘুম কাটিয়েছেন এই অভিনেত্রী।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পিংকভিলাকে মানশি বলেন—‘‘তেহরান’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। প্রতিটি দিন আমি কিছু না কিছু শিখেছি। চিত্রনাট্যের কারণে আমার সব শুটিং ছিল রাতে। এজন্য টানা ১৫ রাত নির্ঘুম কাটিয়েছি। একজন শিল্পী হিসেবে আমি তৃপ্ত। এটি ছিল আমার ক্যারিয়ারে দীর্ঘতম রাতের শুটিং। প্রতিটি রাত আমি উপভোগ করেছি।’’
কাজের সুযোগ চেয়ে মানশি বলেন, ‘আমি কাজের সুযোগ চাই এবং প্রতিটি প্রজেক্ট থেকে শিখতে চাই। আর এভাবেই একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে তৈরি করতে চাই।
‘তেহরান’ সিনেমায় মানশির সহশিল্পী জন আব্রাহাম। তার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, জন আব্রাহামের মতো অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়েছি। তিনি খুবই পেশাদার ও অমায়িক একজন মানুষ। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘তেহরান’। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অরুণের। এটি প্রযোজনা করছেন দিনেশ ভিজান।