যুক্তরাষ্ট্রের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত ব্যক্তিদের হাতে হেনস্থার শিকার হয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিয়েছে ওই ব্যক্তিরা। শুক্রবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলির সাথে বৈঠকে যোগ দিতে এবং পাকিস্তানের নগদ সঙ্কট ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা চাইতে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছান ইসহাক।
বৃহস্পতিবার টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে বিমানবন্দরে ঠাট্টা করছিলেন ইসহাক। এসময় তাকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা ‘চোর চোর’ স্লোগান দেয়।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ইসহাককে লক্ষ্য করে চিৎকার করে বলছে, ‘আপনি মিথ্যাবাদী, আপনি চোর।’
এমন সময় ইসহাক ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, ‘তুমি চোর।’
এক পর্যায়ে বিমানবন্দরের ভেতরে ওই ব্যক্তিদের সঙ্গে পাকিস্তানের অর্থমন্ত্রীর অশ্লীল বাক্যবিনিময় হয়।