এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হয়েছে। রোববার কংগ্রেসের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত চীনের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তির জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
দুই সপ্তাহব্যাপী এই কংগ্রেসের মাধ্যমে শি জিনপিং তৃতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন বলে আশা করা হচ্ছে। শি তার ভাষণে গত পাঁচ বছরে সরকারের কৃতিত্বের প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, তার সরকার বিশ্বমানের সামরিক বাহিনী গঠন ও এর আধুনিকায়নে সচেষ্ট হবে।
বেইজিংয়ের গ্রেট হলে দুই হাজারেরও বেশি প্রতিনিধির উদ্দেশে শি বলেছেন, ‘চীনা জাতির পুনরুজ্জীবন একটি অপরিবর্তনীয়, ঐতিহাসিক পথ।’
তিনি বলেছেন, ‘আমরা সামরিক তত্ত্ব, কর্মী ও অস্ত্র আধুনিকীকরণের জন্য দ্রুত কাজ করব। আমরা সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বাড়াব।’
চীনা নেতা হংকংয়ের ‘বিশৃঙ্খল’ পরিস্থিতি অবসানকে স্বাগত জানিয়েছেন। অবশ্য হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর এবং ব্যাপক নিপীড়নের ঘটনার তীব্র সমালোচনা করে আসছে পশ্চিমা সরকারগুলো।
তাইওয়ানের ব্যাপারে অন্য কোনো দেশের হস্তক্ষেপ সহ্য করা হবে না উল্লেখ করে শি বলেছেন,‘তাইওয়ান ইস্যু… চীনা জনগণকে একাই সমাধান করতে হবে। সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টার সাথে আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনার জন্য কাজ চালিয়ে যাব। কিন্তু শক্তি প্রয়োগের বিষয়টি বাদ দিতে কখনই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না এবং সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিকল্প সংরক্ষণ করব।’