দীর্ঘ ২২ দশক পর আজ সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের সভাপতি নির্বাচন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন ঘিরে একাধিক জল্পনা, জলঘোলা হয়েছে। অবশেষে এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। এই প্রথম সভাপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রেখেছে গান্ধী পরিবার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে ২০০০ সালে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটে কংগ্রেসের সভাপতি হন তার ছেলে রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট লোকসভা ভোটে পরাজয়ের কারণে রাহুল ইস্তফা দেন। এ কারণে সোনিয়াকেই আবার দায়িত্ব নিতে হয়। তারপর আজকের এই নির্বাচন।
দলীয় নেতারা অনুরোধ করলেও রাহুলরা কেউই ভোটে দাঁড়াননি। এমনকি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার কথা বলছেন গান্ধী পরিবারের সদস্যরা।
দিল্লিতে দলের সদর দপ্তর ছাড়াও ভারতে ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে কংগ্রেস প্রতিনিধিরা ভোট দিতে পারবেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, ভোটারকে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে।
ভোটের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার।