মিয়ানমারের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (১৯ অক্টোবর) সকালে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কারাগারের ডাকঘরে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো কারাগারে সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মধ্যে কারাগারের তিন জন কর্মী আর পাঁচ জন দর্শনার্থী রয়েছেন। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখান অনেক সেনাসদস্য উপস্থিত রয়েছেন।
ইনসেইন কারাগার দেশটির বৃহত্তম কারাগার যেখানে প্রায় ১০ হাজার বন্দী রয়েছে। এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শতাব্দীর প্রাচীন এই কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত।