রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং ‘সংঘাত নিয়ন্ত্রণের’ বাইরে চলে যাচ্ছে। রোববার ফ্রান্সের মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
শোইগু বলেছেন ইউক্রেন যুদ্ধে ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে। এতে সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ফোন কলের বরাত দিয়ে বলেছে, ‘তারা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যার দ্রুত অবনতি হচ্ছে। এটি আরও অনিয়ন্ত্রিত বৃদ্ধির দিকে যাচ্ছে।’
অতিতেজস্ক্রিয় পদার্থ দিয়ে ও প্রচলিত বিস্ফোরক ব্যবহার করে তৈরি করা ‘ডার্টি বোমার’ বিষয়ে অবশ্য শোইগু কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এছাড়া রুশ প্রতিরক্ষা দপ্তরও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।