মিয়া মোহাম্মদ মাশুক – ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ফয়জুল হক দুলা রচিত কানাডা-আমেরিকায় কমিউনিটি ভাবনা বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিতে হল । উক্ত অনুষ্টানে স্থানীয় এম পি পি ডলি বেগম ও বাংলাদেশী কানাডিয়ান নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ফয়জুল হক দুলার এই বইটি নতুন দেশের অনেক খুটি নাটি খুচরা চিন্তাকে লেখকের নিজস্ব দৃষ্টিতে সুন্দর ও সাবলীল ভাষায় লিখেছেন।এধরনের প্রকাশনা প্রথম টরন্টোতে তাই অনেকে ভূয়সী প্রশংসা করেছেন লেখকের , আমি নিজেও বিমুগ্ধ।
প্রচ্ছদ সুন্দর হলে ও মনকাড়া আমার কাছে মনে হয়নি। আমরা ফয়জুল হকের এই মহত উদ্যোগের প্রসংশা করছি ও আশা করি ভবিষ্যতে ও এরকম লেখা অব্যাহত রাখবেন।অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনা নিখুঁত ছিল ও সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবীদার।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.