ভারতে ২০০০ থেকে ২০০৪ এবং ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রচণ্ড গরমে স্বাভাবিকের চেয়ে ৫৫ শতাংশ মানুষ বেশি মারা গিয়েছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
তীব্র তাপের কারণে ২০২১ সালে ভারতীয়দের মধ্যে ১৬৭ দশমিক ২০ বিলিয়িন সম্ভাব্য শ্রম ঘন্টার ক্ষতি হয়েছে। এর ফলে দেশের জিডিপির প্রায় ৫ দশমিক ৪ শতাংশের সমান আয়ের ক্ষতি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে ভারতকে ক্রমবর্ধমান তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হতে হয়েছে। দেশটির অনেক অঞ্চলে গ্রীষ্মকালে নিয়মিত তাপপ্রবাহ থাকলেও এটি এখন দীর্ঘ, আরও তীব্র এবং ঘন ঘন হয়ে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার প্রকাশিত বার্ষিক ল্যানসেট কাউন্টডাউন প্রতিবেদনে ১০৩টি দেশের ওপর আলোকপাত করা হয়েছে। গবেষকরা দেখেছেন যে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে ভারত ও পাকিস্তানে যে তাপপ্রবাহ বয়ে যায়, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর মাত্রা ৩০ গুণ বেশি ছিল।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ‘অতি তাপ স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে, হৃদ ও শ্বাসযন্ত্রের রোগ বাড়িয়ে তোলে এবং হিট স্ট্রোক, প্রতিকূল গর্ভাবস্থার ফলাফল, খারাপ ঘুমের ধরণ, খারাপ মানসিক স্বাস্থ্য এবং আঘাতজনিত মৃত্যু বৃদ্ধি করে।’
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের একটি সমীক্ষায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তানে রেকর্ড ব্রেকিং তাপপ্রবাহের সম্ভাবনা ১০০গুণ বেশি হয়েছে। জলবায়ু পরিবর্তন ছাড়া এই ধরনের চরম তাপমাত্রা প্রতি ৩১২ বছরে একবারই ঘটে।