মাহসা আমিনির মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে তার শহরে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বুধবার কুর্দিস্তান প্রদেশের সাক্কেজে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি বেসরকারি সংস্থা।
হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ ২২ বছরের মাহসা আমিনিকে গত মাসে গ্রেপ্তার করেছিল। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়।
বুধবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও ঐতিহ্যবাহী শোকের সময় শেষে আমিনীকে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে কয়েক হাজার মানুষ জড়ো হয়। এসময় তারা ‘নারী, জীবন, স্বাধীনতা’ এবং ‘স্বৈরশাসক নিপাত যাক’ স্লোগান দিয়েছে। অনেককে শহরের কেন্দ্রে গভর্নরের অফিসে যেতে দেখা গেছে। যেখানে ইরানি সংবাদমাধ্যমগুলো বলেছে, বিক্ষোভকারীদের কেউ কেউ একটি সেনা ঘাঁটিতে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল।
নরওয়ে ভিত্তিক দল হেনগাও নামের একটি সংস্থা বলেছে, ‘নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়েছে এবং সাকেজ শহরের জিন্দান স্কোয়ারে লোকজনের উপর গুলি চালিয়েছে।’