বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ সরকারের পতন ঘটাতে বিএনপি বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে মাঠে নেমেছে। আগামী জাতীয় নির্বাচনসহ দেশে যেকোনো নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি অংশ নেবে না।’
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে দলটির বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন করে ছাড়বো। আমাদের একটাই দাবি, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। সেই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, ‘তিনবারের সফল প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।’
দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভায় বলেছেন, দেশ নাকি মধ্যম আয়ের দেশের রূপান্তরিত হচ্ছে। তাহলে এদেশে দুর্ভিক্ষ আসবে কেনো। শেখ হাসিনা বিভিন্ন প্রোগ্রামে বলেন, দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসছে। দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনাকে নিতে হবে।’
গণপরিবহন বন্ধ থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পরিবহন ধর্মঘটের পরেও পায়ে হেঁটে ও বিভিন্ন উপায়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন। অনেকে একদিন আগেই রংপুরে এসেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।