উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্তর কোরিয়া লঙ্ঘন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার জাতীয় নিরাপত্তা দল যুক্তরাষ্ট্রের ‘মিত্র ও অংশীদারদের সাথে ঘনিভাবে পরিস্থিতি মূল্যায়ন করছে।’
নেড বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেশটির ‘প্রতিবেশী, অঞ্চল, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক সম্প্রসারণ ব্যবস্থার প্রতি উত্তর কোরিয়ার হুমকি।’ এই হুমকির প্রতিক্রিয়ায় তিনি উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা আরোপের জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।