পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের ওপর দুই বন্দুকধারী হামলা চালিয়েছিল। এদের মধ্যে এক জনের পিস্তল নিয়ে এবং অপর এক জন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল।
হামলাকারীদের মধ্যে এক জনকে পিটিআইয়ের সমর্থকরা ঘটনাস্থলেই আটক করেছে। পরে তাকে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।
পাকিস্তানের জিও টিভি এক হামলাকারীর স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করেছে। এতে ওই হামলাকারী জানিয়েছে, সে ইমরান খানকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সৌভাগ্যবশত ইমরান খান বেঁচে গেছেন।
হামলাকারী বলেছে, ‘ইমরান খান মানুষদের বিভ্রান্ত করছিলেন। আমার কাছে এটি সহ্য হয়নি। তাই আমি তাকে গুলি করেছি। তাকে হত্যার চেষ্টা করেছি। আমি শুধু খানকেই গুলি করেছি, অন্য কাউকে নয়।’
এই হামলার পরিকল্পনার পেছনে অন্য কেউ ছিল কিনা জানতে চাইলে হামলাকারী বলেছে, ‘আমি হঠাৎ করে এই পরিকল্পনা করেছি। এর পেছনে অন্য কেউ নেই।’