আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আমলে দেশে ৫০-৬০ টন খাদ্য ঘাটতি ছিল। আজ বাংলাদেশ খাদ্য রপ্তানি করছে। একসময় বাংলাদেশকে ভিক্ষুক জাতি বলা হতো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ অপবাদ থেকে মুক্তি পেয়েছে জাতি। দেশে এখন লোডশেডিং নেই। অথচ বিদ্যুতের জন্য বিএনপি আমলে মানুষকে হত্যা করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্ব মন্দা যখন সারা বিশ্বে দেখা দিয়েছে ঠিক তখনই বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপি এখন দুর্নীতির কথা বলে, বিএনপির নেত্রী খালেদা ও নেতা তারেক রহমান দুর্নীতিবাজদের বস। তদের মুখে দুর্নীতির কথা মানায় না, যাদের দলের জন্মই ছিল অবৈধ প্রক্রিয়ায়।
দেশে এখনও ৩৯ বিলিয়ন রিজার্ভ আছে। অথচ বিএনপি নেতা ফাখরুল বলছেন, আমরা নাকি রিজার্ভ খেয়ে ফেলছি। তার মিথ্যা ছাড়া আর কিছু বলার ক্ষমতা নেই।
বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
এছাড়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।