মেটা মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের এই প্লাটফর্মটি দীর্ঘদিন থেকেই জনপ্রিয় কনটেন্ট নির্মতারদের জন্য আয়ের দারুন এক মাধ্যম হয়ে উঠেছে।
আর এবার সরাসরি ফলোয়ারদের কাছ থেকেই আয়ের সুযোগ দিতে নতুন টুল চালু করছে ইনস্টাগ্রাম। ডিজিটাল কালেক্টিবলস নামের এই টুল কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি বিভিন্ন কনটেন্ট প্রদর্শনের বিনিময়ে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন।
অর্থাৎ জনপ্রিয় নির্মাতাদের ভিডিও দেখতে হলে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হবে ফলোয়ারদের। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে কিছু ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।