হোসনে আরা জেমী
মৃত্যুর পর আমাকে যদি প্রশ্ন করো
আবার যদি তোমাকে নতুন করে পৃথিবীতে
আনি তবে তুমি কি হবে?
আমি বলবো আবার আমি একজন নারী হয়েই জন্মাবো,
হবো মানবিক নারী
ঈশ্বরের সৃষ্টিতে, শিল্পীর তুলিতে, কবির কবিতা কিংবা বিখ্যাত কোন লেখকের উপন্যাসের উপাখ্যানে, তুমি দেখে নিও।
নারী আমি পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবো।
রাতের নিসঃগতায় নিজেকে নোনা জলে ভিজিয়ে নির্ঘুম রাত না কাটিয়ে নিজেকে
করবো কঠিনে কঠিনা।
হঠাৎ যদি কখনো ফেলে আসা কোন স্মৃতি আমায় তৃষিত করে তোলে
তবুও আমি তৃষ্ণা মেটাবো আমার ভালোবাসার নারী সত্ত্বায়।
আমি তখন হয়ে উঠি মানবীয়।
গভীর রাতের শনশন শব্দে
স্মৃতিগুলো মনে করিয়ে দেয় প্রিয় মুখ, প্রিয় গান, কবিতা, পাখির কলতান
আমার ফেলা আসা যৌবন ছুঁয়ে
কালো রাত ভীড় করে না কোনখানে
সেখানে জোছনারা খেলা করে
প্রতিবাদের অহংকারে ।।
আমি নারী এই আমার অহংকার
আমি অসাধারণ, অনবদ্য কিছু দিতে পারি
আমি কন্যা, জায়া, জননী
আমি ধারন করি, বহন করি
আমি শাশ্বত, স্বাধীন
তাই আমি নারী।।
_