তাঞ্জানিয়ায় একটি যাত্রীবাহী বিমান ৪৩ আরোহী নিয়ে হ্রদে বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার পাশে ভিক্টোরিয়া হ্রদে বিমানটি বিধ্বস্ত হয় বলে রোববার জানিয়েছে বিবিসি।
একজন স্থানীয় কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বুকোবা বিমানবন্দরের রানওয়ের এক প্রান্তে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া অবস্থিত। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিল। এদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা এবং স্থানীয় জেলেরা জীবিতদের সন্ধানে কাজ করছে।
প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিমানটি প্রায় সম্পূর্ণরূপে হ্রদের পানিতে ডুবে গেছে। পানির উপরের অংশে শুধুমাত্র লেজের অংশটি ভেসে থাকতে দেখা গেছে।