আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে মোহাম্মদ মুসা (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের তারাব নিয়ারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। নিহত মোহাম্মদ মুসা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার জানান, ২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে মুসা ব্রাজিল দলের সমর্থক। এ জন্য নতুন নির্মাণ হচ্ছে এমন বাড়ির ৬তলার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে পা পিছলে ৩য় তলায় পড়ে আহত হয়। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।