ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সেনা প্রত্যাহার না করলে তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না কিয়েভ। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।
চলতি সপ্তাহে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রধান মিত্র ও সমর্থনকারী মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সংকেত দিতে বলেছিল যে তারা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত।
সোমবার ইতালির দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, খারসন অঞ্চল ইউক্রেন পুনরুদ্ধার করার পরে রাশিয়ার সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে ন্যাটো মিত্ররা। ইউক্রেন যাতে রাশিয়ার সঙ্গে আলোচনার সময় শক্তিশালী একটি অবস্থান ধরে রাখে পারে সেজন্য এখন তারা আলোচনার কথা ভাবছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডালিয়াক রেডিও সোবোদাকে বলেছেন, রাশিয়ার সেনারা ২০১৪ সালে দখল করা অঞ্চলসহ ইউক্রেনের সব অঞ্চল ছেড়ে যখন চলে যাবে তখন কিয়েভ আলোচনার টেবিলে ফিরবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমমর্যাদা সম্পন্ন মনে করে এবং সেখানে কোনো জবরদস্তি নেই। ইউক্রেন জিতছে.,তাই এখন আলোচনার টেবিলে বসা হবে ‘নির্বুদ্ধিতা।’