রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বেইজিংয়ের শূন্য-কোভিড নীতি এবং স্থানীয় শেয়ার বাজারের পতনের কারণে চীনের অতি ধনীদের সম্পদ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। ধনীদের সম্পদ বিষয়ক একটি বার্ষিক তালিকার বরাত দিয়ে মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
দ্য হুরুন রিচ নামের ধনীদের ওই তালিকায় সেসব চীনা ধনীদের স্থান দেওয়া হয় যাদের ন্যূনতম ৫০০ ইউয়ানের (৬৯ কোটি ডলার) সম্পদ রয়েছে। চলতি বছর স্থান পেয়েছে এক হাজার ৩০৫ জন। গত বছরের তুলনায় এই সংখ্যা ১১ শতাংশ কম। চলতি বছর এই ধনীদের মোট সম্পদের পরিমাণ তিন লাখ ৫০ হাজার কোটি ডলার। গত বছরের তুলনায় তাদের সম্পদের পরিমাণ ১৮ শতাংশ কমেছে।
তালিকা অনুসারে, এক হাজার কোটি ডলার বা তার বেশি রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২৯ জন কমেছে এবং মার্কিন ডলারে বিলিয়নিয়ারের সংখ্যা ২৩৯ জন কমেছে।
হুরুন রিপোর্টের চেয়ারম্যান এবং প্রধান গবেষক রুপার্ট হুগেওয়ার্ফ বলেছেন, ‘গত ২৪ বছরের মধ্যে হুরুন চীনের ধনীদের তালিকায় এই বছর সবচেয়ে বড় পতন ঘটেছে।’
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদর্শিক দ্বন্দ্বের কারণে চীনের সবচেয়ে বড় প্রযুক্তি গ্রুপ আলিবাবা ও টেনসেন্ট হোল্ডিংসের মুনাফা কমেছে। ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ঝং শ্যানশ্যান। তারা সম্পদ ১৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৫০০ কোটি ডলার হয়েছে। মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের মূল্যায়ন হ্রাসের কারণে টিকটকের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিংয়ের সম্পদ ২৮ শতাংশ কমে তিন হাজার ৫০০ কোটি ডলারে নেমেছে।