হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। ৫৩ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীর সফলতার গল্প দীর্ঘ। অর্থ, যশ-খ্যাতির কমতি না থাকলেও একটি বিষয় তাকে তুষের আগুনের মতো পুড়াচ্ছে। আর তা হলো—মাতৃত্বের স্বাদ না পাওয়া। ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও মা হতে পারেননি তিনি।
মা হতে না পারার চাপা বেদনার গল্প শুনিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন অ্যালুরকে। কথার শুরুতে জেনিফার অ্যানিস্টন বলেন— ‘আমি মা হওয়ার অনেক চেষ্টা করেছি।’
কেউ জেনিফারকে তার ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দিয়েছিলেন। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এই রাস্তাটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি আইভিএফ-এর মধ্য দিয়ে গিয়েছি, দিনের পর দিন চানিজ চা খেয়েছি। মানুষ যা করতে বলেছেন, আমি তাই করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’
২০০০ সালে অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করেন জেনিফার অ্যানিস্টন। ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এ সংসারে তাদের কোনো সন্তান নেই। দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে জাস্টিন থেরক্সকে বিয়ে করেন জেনিফার। দুই বছর পর এ সংসারও ভেঙে যায় তার। দ্বিতীয় সংসারেও সন্তানের মুখ দেখেননি জেনিফার। ২০১৮ সালে জোর গুঞ্জন চাউর হয়, ক্যারিয়ারের কথা ভেবে সন্তান নেন না তিনি।
এ বিষয়ে জেনিফার অ্যানিস্টন বলেন—‘মিডিয়া আমার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল। তারা গল্প তৈরি করেছিল আমি স্বার্থপর। ক্যারিয়ারের জন্য আমি সন্তান নিইনি।’
সন্তান জন্ম দিতে না পারার কারণে ব্র্যাড পিটের সঙ্গে সংসার ভেঙেছিল জেনিফারের। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন—‘আমি ব্র্যাড পিটকে একটি সন্তান দিতে পারিনি। আর এজন্য সে আমাকে ছেড়ে যায়। আমরা সম্পর্কের ইতি টানি এবং বিবাহবিচ্ছেদ করি।’