মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে শত্রুতা নয়, বরং প্রতিযোগিতা চায়। রোববার কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের তিনি এ কথা বলেছেন।
বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দেশটির মানবাধিকারের রেকর্ড নিয়ে কথা বলবে। তবে তাইওয়ান প্রণালীতে শান্তির গুরুত্ব এবং দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে জোর দিচ্ছে ওয়াশিংটন।
কম্বোডিয়ায় আসিয়ানের সম্মেলন শেষ হওয়ার পরেই ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার বালিতে হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন জো বাইডেন। নতুন দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেনের সঙ্গে জিনপিংয়ের হবে এটি প্রথম বৈঠক।
বাইডেন বলেছেন, ‘আমি তাকে ভালভাবে চিনি, তিনি আমাকে চেনেন। আগামী দুই বছরের মধ্যে রেড লাইনগুলো কোথায় এবং আমাদের প্রত্যেকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি কী তা আমরা খুঁজে বের করতে পেরেছি।’