চলতি নভেম্বরের শুরুতে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে বুন্দেসলিগার শেষ দুটি ম্যাচ খেলেননি কানাডার তারকা ফুটবলার আলফোনসো ডেভিস। এখনো পুরোপুরি চোট থেকে সেরে উঠেননি এই উইঙ্গার। তবে ইনজুরি শঙ্কা উড়িয়ে কাতারের বিমান ধরছেন ডেভিস। কেননা কাতার বিশ্বকাপের জন্য ডেভিসকে নিয়েই দল ঘোষণা করলো কানাডা।
ইনজুরি থাকলেও ২৬ সদস্যের দলে ডেভিসকে রেখেছেন মূলত হেড কোচ জন হার্ডম্যান। ডেভিস কানাডার সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। ৩৪ ম্যাচ খেলে করেছেন ১২ গোল। তাই ৩৬ বছরে কানাডার প্রথম বিশ্বকাপে তাকে বাইরে রাখার চিন্তা করেননি কোচ। ‘এফ’ গ্রুপে কানাডা খেলবে বেলজিয়াম, মরক্কো ও ক্রোয়েশিয়ার সঙ্গে। প্রথম ম্যাচ ২৩ নভেম্বর বেলজিয়ানদের বিপক্ষে লড়বে ডেভিসের দল।
কানাডার বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার
ডিফেন্ডার: স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লরিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস
মিডফিল্ডার: লিয়াম ফ্রেজার, ইসমায়েল কোন, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওদারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্তাকিও, স্যামুয়েল পিয়েট
ফরোয়ার্ড: তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস।