বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব অঞ্চল সম্পদের ঘাটতির সম্মুখীন অতিরিক্ত জনসংখ্যা তাদের জন্য আরও বোঝা হয়ে দাঁড়াবে বলেও জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের জনসংখ্যা বিভাগের পরিচালক জন উইলমোথ বলেছেন, ৮০০ কোটিতে পৌঁছানো ‘মানুষের সাফল্যের লক্ষণ, তবে এটি আমাদের ভবিষ্যতের জন্যও একটি বড় ঝুঁকি।’
সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মধ্যম আয়ের দেশগুলো, প্রধানত এশিয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ২০১১ সাল থেকে এই অঞ্চলে ৭০ কোটি মানুষ বেড়েছে। ভারতে প্রায় ১৮ কোটি মানুষ বেড়েছে এবং আগামী বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীনকে ছাড়িয়ে যাবে ভারত।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানে জন্ম হার ক্রমাগত হ্রাস পাচ্ছে। জনসংখ্যার হার কমায় চীন একন তার এক শিশু নীতি কর্মসূচি বদলাচ্ছে এবং গত বছর পরিবারগুলোকে দ্বিতীয় এবং এমনকি তৃতীয় সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
তবে বিশ্বের কিছু দরিদ্র দেশ, যার বেশিরভাগই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে, সেখানে উচ্চ প্রজনন হারের ফলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘এই মাইলফলকটি বৈচিত্র্য এবং অগ্রগতি উদযাপনের একটি উপলক্ষ, পৃথিবী নামক গ্রহটির জন্য মানবতা ভাগাভাগি করার দায়িত্বের কথা বিবেচনা করে।’