আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতার রঙিন খোয়াব দেখছে বিএনপি। স্মরণ করে দিতে চাই, খোয়াব যত পারেন দেখেন কোনও লাভ হবে না। দিবাস্বপ্ন তো কতজনই দেখে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘সামনেই আওয়ামী লীগের সম্মেলন। আপনাদের সম্মেলন কবে হয়েছে, মনে আছে? তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক আছে? অন্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।’
তিনি বলেন, ‘টেলিভিশনের পর্দায় সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন। গাজীপুরে শুধু মহানগর আওয়ামী লীগের সম্মেলন আর সিলেটে পাঁচ জেলার মানুষ হাজির হয়েছে। কাঁথা-বালিশ, বিছানাপত্র, হাঁড়ি-পাতিল সব নিয়ে নেতা-কর্মীরা ৭ দিন আগে সিলেটে গেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সম্মেলনে খানাপিনা ভালোই চলে। পাতিলে পাতিলে খাবার, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছের কোপ্তার পর পেপসি। ভালোই আছে বিএনপি। ক্ষমতায় না থাকলে কী হবে এখনো তারা ভালোই আছে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘ফখরুল সাহেব দিনের আলোয় আমাবস্যা দেখেন। তিনি বঙ্গবন্ধু টানেল, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল, এলেঙ্গা ৬ লেনের সড়ক দেখেন না। প্রধানমন্ত্রী একদিনে ১০০টি সেতু উদ্বোধন করলেন সেগুলো দেখতে পান না।’