কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমা। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি।
এমনকি মুক্তির ৫০ দিন পরও বিভিন্ন ইন্ডাস্ট্রির আরো অনেক সিনেমাকে ছাপিয়ে এখনও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে কানতারা। কন্নড় সিনেমা হলেও এর হিন্দি সংস্করণও বক্স অফিসে অবিশ্বাস্য রকমের ভালো ব্যবসা করেছে।
প্রেক্ষাগৃহ দাপানো এই সিনেমা এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ‘কানতারা’ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়ে। চলতি মাস অর্থাৎ নভেম্বরের ২৪ তারিখ থেকে শুরু হবে অনলাইন স্ট্রিমিং।
১৬ কোটি রুপি বাজেটের ‘কানতারা’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৩৭৭ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতেই আয় করেছে ৩৪৪ কোটি রুপি। সিনেমাটির বৈশ্বিক আয় এখন ৪০০ কোটির দিকে এগিয়ে যাচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক।
পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর হিন্দি, ১৫ অক্টোবর তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পায় এটি। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়।
‘কানতারা’ সিনেমার প্রাণভোমরা ঋষভ শেঠি। তিনিই সিনেমাটির চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা। ‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি।