রাশিয়ার মাটিতে শত শত অস্ত্রবাহী ড্রোন তৈরি করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে মস্কো। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নভেম্বরের শুরুতে তেহরানে এক বৈঠকে রাশিয়া ও ইরানের কর্মকর্তারা চুক্তিটি চূড়ান্ত করেছেন।
বিষয়টির সাথে পরিচিত তিনজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ও ইরান ড্রোনের নকশা এবং মূল উপাদানগুলি হস্তান্তর করতে দ্রুত কাজ করছে। আগামী কয়েক মাসের মধ্যে ড্রোনের উৎপাদন শুরু হতে পারে।
এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো সাড়া দেয়নি।