করোনার সংক্রমণ বাড়ায় চীনের রাজধানী বেইজিংয়ের পার্ক ও জাদুঘর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাণিজ্যিক নগরলী সাংহাইয়ে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
চীনে সোমবার ২৮ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকই দক্ষিণের শহর গুয়াংজু ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পৌরসভা চংকিংয়ের। বেইজিংয়ে প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। নগর কর্তৃপক্ষ সরকারি বাসভবনে প্রবেশের আগে করোনার নেগেটিভ রিপোর্ট দেখানোর নির্দেশনা জারি করেছে। তবে এই রিপোর্ট ৪৮ ঘণ্টা আগের হলে চলবে না।
মঙ্গলবার সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে প্রবেশের পাঁচ দিনের মধ্যে কেউ শপিং মল ও রেস্তোঁরার মতো স্থানগুলোতে প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। দুই কোটি ৫০ লাখ বাসিন্দার শহরটিতে ৪৮টি নতুন স্থানীয় সংক্রমণের খবর পাওয়ার পর কর্তৃপক্ষ সাতটি জেলায় সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছে।
কর্তৃপক্ষের এই কঠোর লকডাউন বিধির নেতিবাচক প্রভাব পড়েছে বাসিন্দাদের অর্থনৈতিক জীবনে।
ঝু নামে বেইজিংয়ের এক বাসিন্দা বলেছেন, ‘আমাদের কিছু বন্ধু দেউলিয়া হয়ে গেছে এবং কয়েক জন চাকরি হারিয়েছে। আমরা অনেক কাজই করতে পারছি না এবং ভ্রমণ করা এখন অসম্ভব।’