রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, যে কেউ ইউক্রেন নিয়ে আলোচনা করতে চাইলে মস্কো শুনতে প্রস্তুত। বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথম দিকে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিলেও পরবর্তীতে কিয়েভের পাল্টা হামলায় সেসব এলাকা ছেড়ে আসতে বাধ্য হয় মস্কো।
ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের অভিযোগ করছে রাশিয়া তার সশস্ত্র বাহিনী পুনর্গঠন এবং সাজানোর জন্য সময় নিতে আলোচনা চেয়েছিল, যা অযৌক্তিক।
তিনি বলেন, রাশিয়াও পশ্চিমাদের সাথে আলোচনায় ফিরে আসতে ইচ্ছুক হতে পারে যদি তারা নিরাপত্তা প্রস্তাব নিয়ে আলোচনার যোগ্যতার বিষয়ে মন পরিবর্তন করে। আর এই আলোচনার বিষয়ে নিয়ে মস্কো ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।