ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের দেশের লক্ষ্য হচ্ছে ক্রিমিয়াকে পুনরুদ্ধার করা। এই সময় তিনি পশ্চিমা দেশগুলোকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানান। খবর এনডিটিভির।
২০১৪ সালে ইউক্রেনের এই ক্রিমিয়া ভূখণ্ড দখল করে নেয় রাশিয়া।
তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হল আমাদের সমস্ত অঞ্চল মুক্ত করা, ক্রিমিয়া আমাদের ভূমি, আমাদের অঞ্চল, আমাদের সমুদ্র এবং আমাদের পর্বত। আমাদেরকে আপনার অস্ত্র দিন, আমরা আমাদের ভূখণ্ড ফিয়ে আনব।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৩৩০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।