এবার দিলাওয়ারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া গেছে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার বাইডেনের বাড়িতে অনুসন্ধান চালিয়ে মার্কিন বিচার বিভাগ এগুলো উদ্ধার করেছে। বাইডেনের একজন আইনজীবী শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাইডেনের আইনজীবী বব বাউয়ার জানিয়েছেন, কিছু গোপন নথি ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন সিনেটে বাইডেন যখন দিলাওয়ারের প্রতিনিধি হিসেবে ছিলেন সেই সময়কার। অন্যান্য নথিগুলো ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাইডেন যখন ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সেই সময়কার।
তিনি জানান, বিচার বিভাগ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অনুসন্ধান চালিয়েছিল। এই অনুসন্ধান চালানোর জন্য বাইডেন নিজেই প্রস্তাব দিয়েছিলেন। বাড়ির কোন জায়গা থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়েছে তা জানাননি বব বাউয়ার।
এর আগে গত বছরের নভেম্বরের বাইডেনের পরিচালনায় থাকা একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে কিছু গোপন নথি উদ্ধার করা হয়েছিল। পরে চলতি মাসের প্রথম দিকে উইলমিংটনে বাইডেনের বাসভবন থেকে আরও কিছু নথি উদ্ধার করা হয়।