যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
রাতে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে অবস্থিত মন্টেরি পার্কে হাজার হাজার মানুষ চন্দ্র নববর্ষ উৎসবের জন্য জড়ো হয়েছিল। রাত ৯টায় অনুষ্ঠান শেষ হয় এবং এর এক ঘণ্টার মাথায় হামলার ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের হোমিসাইড গোয়েন্দারা মন্টেরি পার্ক পুলিশ বিভাগকে গুলি করে মৃত্যুর তদন্তে সহায়তা করার জন্য ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে ১০ জন নিহত হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।