ভার্জিনিয়া: করোনা সংক্রমনের ফলে ভার্জিনিয়া ষ্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য ভার্জিনিয়ার গভর্নর রালফ নরথাম ১২ মার্চ বৃহষ্পতিবার দুপুরে এই জরুরি অবস্থা জারি করেন। ডিসি মেয়র মুরিয়েল ব্রাউজার ১১ মার্চ বুধবার করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় জরুরি অবস্থা জারির একদিন পর ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হল।
এদিকে ভার্জিনিয়া ষ্টেট হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, ভার্জিনিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ ছাড়িয়েছে। টেক্সাসে ভ্রমণ করা দুজন ভার্জিনিয়ানের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। ভার্জিনিয়া ষ্টেট হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিদেশ ভ্রমণকারী ব্যক্তিদের সাথে যোগাযোগ রয়েছে এদের সবাইকে ইতিমধ্যেই ভাইরাসের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে।
জরুরি ঘোষণার পাশাপাশি নর্থহাম আরো বলেন যে তিনি সিডিসির কাছ থেকে সীমিত সরবরাহের কারণ হিসাবে রাজ্যে ভাইরাসটির পরীক্ষা বাড়ানোর জন্য আরও কয়েকটি পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন ভার্জিনিয়া নিজস্ব পরীক্ষা কিটগুলির দিয়ে ড্রাইভ-থ্রু টেস্টিংয়ের জন্য বিবেচনা করছে।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.